TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

ফোর জি‘তে থাকবে না চিনা সাহায্য: ভারতীয় টেলিকম মন্ত্রক

ইন্দো-চিন সীমান্তে ঘনিয়ে ওঠা অসন্তোষের পরে ভারতে নিষিদ্ধ হতে শুরু করেছে চিন। এবার সেই নিষিদ্ধকরণ পর্ব এগোল আরও এক ধাপ। সূত্রের খবর, সম্প্রতি ভারতীয় টেলিকম মন্ত্রক সমস্ত বেসরকারি টেলিকম সংস্থাকে নির্দেশ দিয়েছে, চিনা পণ্য ও পরিষেবার ওপর নির্ভরশীলতা কমাতে হবে।

আরও পড়ুন শুক্রবার প্রধানমন্ত্রীর সর্বদলীয় বৈঠক – আলোচনা ভারত চীন সীমান্ত সমস্যা, লাদাখ পরিস্থিতি

আরও জানা যাচ্ছে, ভারতীয় টেলিকম মন্ত্রকের নির্দেশ অনুসারে তাদের ফোর জি পরিষেবার উন্নতিকরণের ক্ষেত্রে কোনও চিনা সাহায্য নিতে পারবে না বিএসএনএল। এই কাজে ইতিমধ্যেই পাস হয়ে যাওয়া বা গৃহীত টেন্ডারের পুনর্বিবেচনা করারও আদেশ জারি হয়েছে বলে খবর।