TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

৩৩ বারের চেষ্টায় পারেননি, এবার করোনা করাল

হায়দরাবাদ, ৩১ জুলাই, ২০২০: করোনা কারও উপকারও করে। যেমন হায়দরাবাদের মহম্মদ নুরুদ্দিন। ৩৩ বছর ধরে একটানা চেষ্টা করেও ক্লাস টেনের পরীক্ষায় পাশ করতে পারেননি কিছুতেই। কারণ ইংরেজিতে কাঁচা। তবে হাল ছাড়েননি কোনওমতে।
শেষমেশ এবছর পাশ করতে পারলেন তিনি। না, ইংরেজিটা তাঁর ভালো হয়নি ঠিকই। তবে এবছর তাঁকে পাশ করিয়ে দিল করোনা। আসলে করোনার কারণে ঠিকমতো স্কুল বা পরীক্ষা কিছুই হচ্ছে না এবছর। সরকার ঘোষণা করেছে, এবার সবাই পাশ। সেই ঘোষণার বলে পাশ করে গেলেন এই ৩৩ বারের মাধ্যমিক পরীক্ষার্থীও।

আরও পড়ুন :  একসপ্তাহের মধ্যে আসছে ভ্যাকসিন জানাল রাশিয়া

মহম্মদ নুরুদ্দিনের নাছোড় মনোভাব নিয়ে পড়শিরা কম কথা বলেননি। তবে তিনি অনড়। নিজেই বলছেন, “”১৯৮৭ সাল থেকে লাগাতার ক্লাস টেনের পরীক্ষা দিচ্ছি। আমি ইংরেজিতে খুব কাঁচা। তাই এত বছর ধরেও পাস করতে পারছিলাম না। এবার করোনা বাঁচিয়ে দিল। আমি পাস করেছি। আসলে সরকার এবার পরীক্ষায় ছাড় দিয়েছে। জানানো হয়েছিল, এবার এই পরিস্থিতিতে সবাইকে পাস করিয়ে দেওয়া হবে। তাই আমিও এই সুযোগে পাস করে গেলাম। আমাকে অনেকে অনেক কথা বলেছে। তবে আমি ঠিক করেছিলাম, পাস করেই ছাড়ব। না হলে লোকে আমাকে ক্লাস টেন ফেল বলত।”