TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

তৃণমূলে যোগদান শতাধিক কর্মীর

পূর্ব মেদিনীপুর, ৫ সেপ্টেম্বর, ২০২০:- আবারো তৃণমূলের শক্তিবৃদ্ধি, পাঁচজন পঞ্চায়েত সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১০০ জন সক্রিয় কর্মী তৃণমূলে যোগদান, শনিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট এলাকায় কৃষাণ ক্ষেতমজুর সংগঠন থেকে এক দলীয় কর্মসূচিতে এলাকার পাঁচজন পঞ্চায়েত সদস্য সহ বিজেপি ও সিপিএম ও কংগ্রেস থেকে প্রায় ১০০ জন কর্মী তৃণমূলে যোগদান করেন, এই দিন এই নব্য তৃণমূল কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের কৃষাণ ক্ষেতমজুর সংগঠনের নেতা হাবিবুল রহমান ।

আরও পড়ুন জাতীয় শিক্ষানীতি নিয়ে কেন্দ্রের ডাকা বৈঠকে থাকবেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

এই দিন বিভিন্ন দল থেকে আগত নব তৃণমূল কর্মীরা বলেন যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারারাত যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে তার হাত শক্ত করতেই তৃণমূলে যোগদান, এবং তৃণমূলে আসার কারণ মানুষের পাশে থাকা এবং এলাকার উন্নয়ন করা, তবে বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক কর্মী তৃণমূলে যোগদান করার ফলে যথেষ্ট অস্বস্তির মধ্যে পড়তে পারে ওইসব রাজনৈতিক দলগুলি এটাই মনে পড়ছে রাজনৈতিক মহলের একাংশ, এই দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোলাঘাট ব্লক পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজ কুমার কুন্ডু, কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার ঘোড়া, জেলা পরিষদের কর্মদক্ষ সুমিত্রা পাত্র সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।