হলদিয়া, ৩০ নভেম্বর, ২০২০ঃ সিপিএম থেকে শতাধিক নেতা – কর্মী তৃণমূল যোগদান করল। সোমবার মহিষাদল ব্লকের গড়কমলপুর গ্রামপঞ্চায়েতের আয়োজনে রবীন্দ্র পাঠাগার প্রেক্ষাগৃহে তৃণমূলের বর্ধিত সভা ও বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়। সেখানেই সিপিএম ছেড়ে আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সেক ইয়াদুল, রিয়াজউদ্দিন মল্লিক,মুসলেম মল্লিক সহ প্রায় শতাধিক কর্মী।
আরও পড়ুন চিকিৎসার গাফিলতিতেই কি মৃত্যু মারাদোনার? চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ
তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন মহিষাদল ব্লক তৃণমূলের সভাপতি তিলক চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, তৃণমূল নেতা ছবিলাল মাইতি সহ অন্যান্যরা। আগামীদিনে অন্যান্য দল ছেড়ে অনেকেই তৃণমূলে যোগদান করবে বলে ব্লক নেতৃত্বের আশা।