TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

উচ্চমাধ্যমিকের সূচি বদল, নতুন সূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর

আসানসোল এবং বালিগঞ্জে উপনির্বাচন হওয়ার জন্য বদলে গেল উচ্চমাধ্যমিকের সূচি। বৃহস্পতিবার নবান্নে উচ্চমাধ্যমিকের পরিবর্তিত সূচি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন জানান, ২ এপ্রিল, ৪ এপ্রিল এবং ৫ এপ্রিলের পর ফের ১৬ এপ্রিল হবে পরীক্ষা। মাঝে নির্বাচনী প্রচার, আম্বেদকর জয়ন্তী এবং বাংলা নববর্ষের জন্য ফের ১৬ এপ্রিল হবে পরীক্ষা। ওই দিন হবে অঙ্ক পরীক্ষা, ১৮ এপ্রিল, ২০ এপ্রিল, ২২ এপ্রিল, ২৩ এপ্রিল এবং ২৭ এপ্রিল হবে পরীক্ষা। একনজরে দেখে নিন সূচি-

https://thebanganews.com/new-police-personnel-have-been-appointed-at-lalbazar-control-room/

২ এপ্রিল- প্রথম ভাষা

৪ এপ্রিল- দ্বিতীয় ভাষা

৫ এপ্রিল- ভোকেশনাল পরীক্ষা

১৬ এপ্রিল- অঙ্ক

১৮ এপ্রিল- অর্থনীতি

১৯ এপ্রিল- কম্পিউটার সায়েন্স

২০ এপ্রিল- কমার্শিয়াল ল

২২ এপ্রিল- পদার্থবিদ্যা গ্রুপ

২৩- স্ট্যাটিস্টিক্সের গ্রুপ

২১ এপ্রিল জয়েন্টের জন্য উচ্চমাধ্যমিকের কোনও পরীক্ষা হবে না

২৪, ২৫ এপ্রিল জেইই-মেইনের জন্য উচ্চমাধ্যমিক হবে না

২৭ এপ্রিল- জীবনবিজ্ঞান গ্রুপ

৩০ এপ্রিল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স হবে

মুখ্যমন্ত্রী এদিন পরীক্ষার সূচি বদলের জন্য পরীক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে নেন। সেই সঙ্গে নির্বাচন কমিশনকে একহাত নেন উচ্চমাধ্যমিকের মধ্যে আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ফেলার জন্য।