TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

হাইকোর্টের স্থগিতাদেশ, কঙ্গনার অফিস থেকে হাত গোটাল বিএমসি

মুম্বই, ৯ সেপ্টেম্বর, ২০২০: থেমে গেল কঙ্গনা রানাওয়াতের ‘বেআইনি’ অফিস ভেঙে দেওয়ার কাজ। বম্বে হাইকোর্ট থেকে স্থগিতাদেশের রিপোর্ট আসার পর বৃহন্মুম্বই পুরসভা বাধ্য হয় কাজ থামিয়ে দিতে।
বিএমসি-কে হাইকোর্টের স্পষ্ট নির্দেশ—‘কঙ্গনার আবেদনের উত্তর দিন।’ আগামীকাল দুপুর তিনটে অবধি গোটা বিষয়টির শুনানি মুলতুবি রাখা হয়েছে।

আরও পড়ুন কঙ্গনার অফিস ভেঙে দিচ্ছে বিএমসি

এদিকে বান্দ্রায় পালি হিল অঞ্চলে কঙ্গনার অফিসের বাইরে নিজস্ব গাড়িতে ঠায় বসে তাঁর আইনজীবী। হাতে হাইকোর্টের রিপোর্টের কপি। যদিও তাঁর অভিযোগ, কপি দেখানোর পরও বিএমসি ভাঙার কাজ বন্ধ করেনি প্রথমে।
বিএমসি বনঅম কঙ্গনা নিয়ে সবার আগে প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। তিনি বলেছেন—মুম্বইতে তো আরও অনেক অবৈধ নির্মাণ আছে। কঙ্গনাকে এতটা ‘সুযোগ’ দিয়ে বিএমসি ঠিক করল না।