TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

জাওয়াদ এর প্রভাব পড়ছে বাংলায়

বঙ্গোপসাগরে শক্তি হারিয়ে স্থলভাগের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদ।  তবে ক্ষয়ক্ষতির আশঙ্কা যতটা করা হয়েছিল এখন সেই আশঙ্কা অনেকটাই কমে গেছে।  তবে জাওয়াদের  কারণে রোববার দিনভর বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় জানিয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর।

 

 

সকাল থেকেই আকাশ মেঘলা।  বৃষ্টি শুরু হয়ে গেছে।  শনিবার রাত থেকেই বৃষ্টি হচ্ছে৷  রবিবার সকালেও বৃষ্টির বিরাম নেই।  আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রবিবার সারাদিন বৃষ্টি থাকবে উপকূলবর্তী এলাকায়। ঝোড়ো হাওয়া বইতে পারে।

 

ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,  পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে।

 

 

বৃষ্টি হতে পারে কলকাতায়।  সোমবারও কিছুটা বৃষ্টি থাকতে পারে।  ঘূর্ণিঝড় এর কারণে  সমুদ্র উত্তাল থাকবে।  তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  উপকূলবর্তী এলাকায় হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার।

 

গভীর রাতে শ্যুটিংয়ে মত্ত বাইক চালকের ধাক্কা নায়িকাকে, আজ অস্ত্রোপচার

মঙ্গলবার থেকে আকাশ পরিচ্ছন্ন হতে শুরু করবে।  নিম্নচাপ কেটে গেলেও জমিয়ে শীত পড়বে।  স্বাভাবিকের তুলনায় অনেকটাই নিচের দিকে থাকবে বলে জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে।