TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

বাংলার ঐতিহ্য এগিয়ে নিয়ে যাচ্ছেন মমতা, আদানির মুখে প্রশংসা, সঙ্গে বড় বিনিয়োগের প্রতিশ্রুতিও

আগামী দশ বছরে বাংলায় দশ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে আদানি গোষ্ঠী। তৈরি হবে ২৫ হাজার কর্মসংস্থান। কলকাতায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিলেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। বুধবার আদানির বক্তব্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় এবং বেশ কয়েকটি প্রকল্পের প্রশংসা করতেও শোনা যায়।

রাজ্যে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে এদিন আদানি জানান, আগামী দশ বছরে বাংলায় অন্তত ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে তাঁর সংস্থা। রাজ্যের ২৫ হাজারের মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষে কর্মসংস্থান হবে। রাজ্যে আদানি গ্রুপ কী কী ক্ষেত্রে বিনিয়োগ করতে পারে তারও ইঙ্গিত দিয়েছেন আদানি। একটি ডেটা সেন্টার নির্মাণ করতে চান বাংলায়। সমুদ্রের নীচে কেবল পাতার লক্ষ্য রয়েছে। এ ছাড়াও ওয়্যারহাউজ, লজিস্টিক পার্ক তৈরির লক্ষ্য রয়েছে আদানি গ্রুপের। সংস্থার অধীন আদানি উইলমার গ্রুপের ফরচুন সরষের তেলের উৎপাদন বাড়াতে চান বলেও জানান গৌতম আদানি।

BGBS 2022: ‘শিল্পপতিদের যেন এজেন্সি দিয়ে বিরক্ত করা না হয়, রাজ্যপালের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, কয়েক মাস আগেই নবান্নে মমতার সঙ্গে দেখা করেন আদানি গোষ্ঠীর কর্তা তথা গৌতমের ছেলে করণ। সেই সময়েই বাবাকে নিয়ে কলকাতায় বাণিজ্য সম্মেলনে আসার আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। সেই কথা রেখেছেন করণ এবং গৌতম। সেই সঙ্গে আগামী ১০ বছরে বড় মাপের বিনিয়োগের কথা দিয়ে গেলেন।