TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

ব্যাঙ্ককর্মীদের ডিএ বৃদ্ধি, বর্ধিত ডিএ কবে পাবেন জেনে নিন

চলতি মাস থেকেই বেতন বাড়ছে ব্যাঙ্ককর্মীদের। ব্যাঙ্ককর্মীদের ডিএ বেড়ে হয়েছে ২৭.৭৯ শতাংশ। শেষ তিনমাসের  তুলনায় ২.১ শতাংশ বেড়েছে ডিএ (DA)। অগস্ট থেকেই কার্যকর হবে বর্ধিত ডিএ।সাধারণত, বছরে দু’বার ডিএ বা ডিআর বাড়ানো হয়। করোনা আবহে গত দেড় বছর ডিএ এবং ডিআর বাড়েনি।

একাদশতম বিপিএস বেতন কাঠামো অনুযায়ী যে সব ব্যাঙ্ককর্মীরা বেতন পান, তারাই এবার এই বর্ধিত বেতন পাবেন৷  আট লক্ষেরও বেশি কর্মী ডিএ বৃদ্ধির ফলে প্রতি মাসে বর্ধিত বেতন পাবেন।   এই বৃদ্ধি সরাসরি মূল বেতনের সঙ্গে যুক্ত।

ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত কর্মচারী বা বর্তমানে যাঁরা পেনশন পাচ্ছেন, তাঁদের জন্যও মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। ২০১৭ এর ১ নভেম্বরের পরে যারা অবসর গ্রহণ করেছেন, তাঁরাও পেনশনের সঙ্গে ২৭.৭৯ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন।

কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানোর কথা জানিয়েছিল কেন্দ্র। অবসরপ্রাপ্ত কর্মচারীদের ডিয়ারনেস রিলিফ বাড়বে বলে জানানো হয়েছিল৷ ২০২১ এর জুলাই থেকে কর্মী বা অবসরপ্রাপ্ত কর্মীরা ২৮ শতাংশ ডিএ বা ডিআর পাবেন। ১৭ শতাংশ ছিল, একধাক্কায় ১১ শতাংশ বেড়েছে ডিএ।