TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

৫৫৫টি দাঁতযুক্ত মাছ, রোজ গড়ে ২০টি দাঁত ভাঙে আবার দিনের শেষে গজিয়েও যায়

বিস্ময়কর এক মাছের খোঁজ পেলেন বিজ্ঞানীরা। সর্বোচ্চ সংখ্যক দাঁতের মাছ। মোট ৫৫৫টি দাঁতের মালিক এই মাছ। নাম প্যাসিফিক লিংকোড। তবে দাঁতের সংখ্যার জন্য নয় এই মাছ বিজ্ঞানীদের অবাক করেছে অন্য কারণে।

 

সম্প্রতি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা এবং ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের লিংকোডের দাঁত ঝরে পড়া এবং দাঁত গজিয়ে ওঠা সম্পর্কে গবেষণা করে। আর সেই তথ্যই গবেষকদের অবাক করেছে। গবেষক এমিলি কার জানিয়েছেন, এই মাছটি প্রতিদিন গড়ে প্রায় ২০টি দাঁত হারায়।

 

কিন্তু বিস্ময়করভাবে দিনশেষে সেই দাঁতগুলো ঠিক জায়গামতো আবার দ্রুত গজিয়েও ওঠে। এটি একটি বিরল ঘটনা।

 

 

উত্তর প্রশান্ত মহাসাগরে দেখা মেলে এই শিকারী মাছের। বৈজ্ঞানিক নাম ওফিওডন এলঙ্গাটাস। লম্বায় এই মাছ প্রায় ২০ ইঞ্চির মতো। তবে কোনও কোনও মাছ লম্বাতে পাঁচ ফুট অবধি হয়।

 

এই মাছের চোয়ালের আস্তরণে প্রায় শত শত মাইক্রোস্কোপিক দাঁত আছে। তাদের শক্ত তালুও শত শত ক্ষুদ্র স্পাইকে আচ্ছাদিত। ধারালো দাঁত যুক্ত এই মাছ খুবই ভয়ঙ্কর প্রজাতির।

 

দুপুর দেড়টা নাগাদ হতে পারে প্রবল জলোচ্ছ্বাস

বিজ্ঞানীদের কাছে প্যাসিফিক লিংকোডের দাঁতের সম্পর্কে তথ্য থাকলেও মাছটি দৈনিক ২০টির মতো দাঁত হারায় যা গজিয়েও যায় দ্রুত এ সম্পর্কে কোনও ধারণা ছিলো না।