TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

আজ শুধুই Tuesday নয় TWOsday ও, কিন্ত কেন? জেনে নিন আসল রহস্য

তারিখের বিচারে আজকের দিনটি বেশ অন্যরকম এবং সেই সঙ্গে বিশেষও বটে। এই দিনগুলিকে বলা হয় প্যালিনড্রোম এবং অ্যাম্বিগ্রাম। কিন্তু কি এই প্যালিনড্রোম এবং অ্যাম্বিগ্রাম? প্যালিনড্রোম হল এমন কিছু বিশেষ শব্দ এবং সংখ্যা যার শুরু বা শেষ দুদিক থেকেই পড়লে শব্দের উচ্চারণ বা অর্থের কোন বদল হয় না। অ্যাম্বিগ্রাম হল এক ধরনের গ্রাফিক্যাল চিত্র বা লেখা যা একটি শব্দের শুরু বা শেষ দুদিক থেকেই বানান একই। অর্থাৎ কোন শব্দ বা বাক্যকে শুরু থেকে পড়লে যেমন দেখায় শেষ দিক থেকেও একই রকম দেখায় তাকে অ্যাম্বিগ্রাম বলে।

আজ ২২ ফেব্রুয়ারি, ২০২২। অর্থাৎ ভেঙে লিখলে দাঁড়ায় ২২.০২.২০২২। আরও সহজভাবে লেখা যায় ২২০২২০২২। আজকের তারিখটি একইসঙ্গে প্যালিনড্রোমিক এবং অ্যাম্বিগ্রামিকও। আজকের দিন দেখে অনেকেই বলছেন আজ শুধুই Tuesday নয়, আজ TWOsday-ও। আজ সত্যিই ২-এরই দিন। এমন দিন শুধু বিশেষ নয়, সংখ্যাতত্ত্বের বিচারেও এই দিনটিকে দেবদূত দিন মানা হয়ে থাকে। বর্তমান শতাব্দীতে “mm-dd-yyyy বিন্যাসে এমন প্যালিনড্রোমিক দিন রয়েছে ৩৬টি। অন্যদিকে dd-mm-yyyy বিন্যাসে বর্তমান শতাব্দীতে ২৯টি প্যালিনড্রোম দিন রয়েছে।