TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

সোনু সুদের মূর্তি স্থাপন করে ভক্তরা পুজো করছেন

বঙ্গ নিউস, ২৩ ডিসেম্বর, ২০২০ঃ ধীরে ধীরে বাড়ছিল তার ভক্তের সংখ্যা। মা তার ছেলেকে ফিরে পেয়ে পুজো করেন আবার কেউ আবার তার নামে দোকান খুলে নতুন ব্যবসা শুরু করেন৷ ইতিমধ্যেই বিহারে সোনু সুদের একটি মূর্তি স্থাপিত হয়েছে৷ তেলেঙ্গানার সিড্ডিপেট জেলার দুব্বা টান্ডা গ্রামেও মূর্তি স্থাপন করা হল সোনু সুদের৷ এই মন্দিরে অভিনেতাকে দক্ষিণী আদব কায়দায় পুজো করা হয় । ভক্তদের এহেন কাজ জানতে পেরে অভিনেতার সলজ্জ বিনয়ী অভিব্যক্তি “এ আমার প্রাপ্য নয়।” তার এই মন্তব্যে আবারও প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা ।

আরও পড়ুন মমতার সভায় লোক না হলে রাজনীতি ছেড়ে দেব: অনুব্রত মণ্ডল

মহামারীর কবলে গোটা বিশ্ব ত্রস্ত৷ কাজ নেই, পেটে খাবার নেই। হাজার হাজার পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছিলেন বলিউড অভিনেতা সোনু সুদ। বাস, ট্রেন এমনকি বিমানেও পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার বন্দোবস্ত করেন তিনি৷ সাধারণ মানুষের বিপদেও একমাত্র আশা ভরসা হয়ে দাঁড়িয়েছেন সোনু সুদ৷ চাকরির আবেদন থেকে শুরু করে, বাড়ি ফেরার ওষুধ, সবই মিলছিল মুহূর্তে। বেকার সন্তান তার বাবার অপারেশনের টাকা পেয়েছিল। , এক গরীব চাষী তার মেয়ের লেখাপড়ার বন্দোবস্ত করেন সোনু সুদ এর জন্য৷ নিজের সম্পত্তি বন্ধক রেখেও চড়া সুদে ব্যাঙ্ক থেকে লোন নিয়েছেন সোনু সুদ৷ তাই মানুষের ভালোবাসা আর পুজো মিলেমিশে একাকার হয়ে গেছে৷