TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

পেঁয়াজ রফতানিতে মিলতে পারে ছাড়পত্র

বঙ্গ নিউস, ১৯ সেপ্টেম্বর, ২০২০ : যে ট্রাকগুলিকে ইতিমধ্যেই ব্যাঙ্ক লেটার অব ক্রেডিট এবং শুল্ক বিভাগের শিপিং বিল দেওয়া আছে সেগুলি বাংলাদেশে পেঁয়াজ রফতানির ছাড়পত্র পেতে পারে সংশ্লিষ্ট মন্ত্রকের তরফে। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে খুশি দুই জেলার রফতানি বানিজ্যের সঙ্গে যুক্ত ট্রাকমালিক ও ব্যবসায়ীরা।

আরও পড়ুন চালু হতে চলেছে মাঝেরহাট ব্রিজ, চলছে শেষ ধাপের কাজ

রফতানিকারকদের তরফে বিষয়টি নিয়ে বানিজ্য মন্ত্রকের ফরেন ট্রেড বিভাগকে জানানো হয়েছে। শুল্ক দপ্তরের তরফে শিপিং বিলের হিসাব চেয়ে পাঠানো হয়েছে। ওয়েস্টবেঙ্গল এক্সপোর্টার্স কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল সাহা জানিয়েছেন, স্থলবাণিজ্য বন্দর এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা বেশ কিছু ট্রাকের এলসি ও শিপিং বিল কাটা রয়েছে। এইসব পেঁয়াজ বোঝাই ট্রাকগুলিকে রফতানির জন্য ছাড় দেওয়া হতে পারে। গত ১৪ সেপ্টেম্বর এক নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড বিভাগ থেকে বিদেশে পেঁয়াজ রফতানি বন্ধ রাখতে বলা হয়। বাংলাদেশে পেঁয়াজের রফতানি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর ফলে মালদহে অন্তত ৫০০ এবং হিলিতে ২০০ পেঁয়াজের ট্রাক দাঁড়িয়ে রয়েছে। ইতিমধ্যেই শতাধিক ট্রাকের পেঁয়াজে পচন ধরতে শুরু করেছে বলে রফতানিকারীরা আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন।