TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

অফিশিয়ালকে আঘাত, যুক্তরাষ্ট্র ওপেন থেকে বাতিল জকোভিচ

নিউ ইয়র্ক, ৭ সেপ্টেম্বর, ২০২০: বিশ্বের একনম্বর টেনিস তারকা নোভাক জকোভিচকে যুক্তরাষ্ট্র ওপেন থেকে বাতিল করা হল। রবিবার স্পেনের পাবলো কারেনো বুস্তার বিপরীতে খেলার সময় লাইন জাজ-এর দিকে বল ছুড়ে মারার শাস্তি হিসেবে এই সিদ্ধান্ত।
খেলা চলাকালীন চতুর্থ রাউন্ডে এক পয়েন্ট নিয়ে মনোমালিন্যের জেরে মহিলা লাইন জাজের দিকে টেনিস বল ছুড়ে মারেন জকোভিচ। খবরে প্রকাশ, পাবলো কারেনো বুস্তার এগিয়ে যাওয়াকে মেনে নিতে পারছিলেন না বিশ্বের এক নম্বর টেনিস তারকা। জকোভিচের ছোড়া বলটি গিয়ে লাইন জাজের গলায় আঘাত করে। যন্ত্রণায় চিৎকার করে মাটিতে শুয়ে পড়েন ওই জাজ। শঙ্কিত জকোভিচ ছুটে গিয়ে ক্ষমাও চান।

আরও পড়ুন কঙ্গনাকে নিরাপত্তা দিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক

টুর্নামেন্ট রেফারি এবং চেয়ার আম্পায়ার এর পর দীর্ঘক্ষণ কথা বলেন জকোভিচের সঙ্গে। তাঁদের কাছেও ক্ষমা চেয়ে নেন কিংবদন্তি তারকা। তবে দীর্ঘ আলোচনার পরও জকোভিচ ক্ষমা পাননি।
টুর্নামেন্ট রেফারি এবং চেয়ার আম্পায়ার স্পষ্ট জানিয়ে দেন, কোনও অবস্থাতেই কোনও অফিশিয়াল কিংবা বিপক্ষকে শারীরিকভাবে আঘাত করাটা অ-খেলোয়াড়োচিত। তার জন্য বরাদ্দ শাস্তি পেতেই হবে।
এরপরই প্রতিপক্ষ বুস্তার সঙ্গে করমর্দন করে বেরিয়ে যান বিধ্বস্ত জকোভিচ। সাংবাদিক সম্মেলনেও অংশ নেননি তিনি।