TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

সৌমিত্রর নামে আর্কাইভ তৈরির চেষ্টায় মেয়ে পৌলমী

কলকাতা, ১৭ নভেম্বর, ২০২০ঃ শোক এখনও তাঁর হৃদয়কে উথালপাথাল করে দিচ্ছে। মাথার ওপর কঠিন গুরুদায়িত্ব। তবু এই অবস্থাতেও তাঁর বাবার অনুরাগীদের প্রতি দায়িত্ব ভোলেননি পৌলমী বসু। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে।
বাবা যখন নার্সিংহোমের বেডে তাঁর শেষ লড়াইটা লড়ছেন, তখনই মনে মনে তাঁর ইতিকর্তব্য স্থির করে নিয়েছেন মেয়ে পৌলমী। সেই কর্তব্য অবশ্যই অগণিত সৌমিত্র অনুরাগীদের জন্য। সৌমিত্র চট্টোপাধ্যায় আর্কাইভ।

আরও পড়ুন অপু হয়েও আফশোস যাচ্ছে না অর্জুনের

সৌমিত্রবাবুর যত লেখা, রেখা, চিঠিপত্র, ডায়রি, বই, তাঁর শখের জিনিস সব একজায়গায় নিয়ে আসবেন। যাঁরা সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে উৎসাহী, সৌমিত্রবাবুর কাজ দেখতে উৎসাহী, এই আর্কাইভ হবে তাঁদের জন্য। পারলৌকিক আচার পালনে খুব একটা বিশ্বাসী নন পৌলমী। এই আর্কাইভ তৈরিই হবে তাঁর পিতৃতর্পণ।
কোথায় হবে এই আর্কাইভ? তাঁদের বাড়ির আউটহাউজে। এই আউটহাউজকেই আর্ট গ্যালারি হিসেবে তৈরি করছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় নিজেই। তাঁর নিজের হাতে রাঙানো ক্যানভাস দিয়ে সাজিয়ে তুলছিলেন তিনি। এবার বাবার সেই আরব্ধ কাজই এগিয়ে নিয়ে যাবেন মেয়ে পৌলমী। এটিই তাঁর নিজের মতো করে সৌমিত্র-উদযাপন।