TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

জেলায় বাড়ছে কুমিরের আতঙ্ক, খেজুরির পর এবার পটাশপুরে ধরা পড়ল কুমির

পটাশপুর, ২৬ সেপ্টেম্বরঃ  আবার কুমিরের বাচ্চা উদ্ধার হল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে। এই নিয়ে প্রায় এক মাসের মধ্যে পরপর তিন তিনটে কুমির পাওয়া গেল পূর্ব মেদিনীপুরের নদী তীরবর্তী বিভিন্ন জায়গায়।

কয়েকদিন আগে খেজুরির দুটি ভিন্ন এলাকা থেকে কয়েক দিনের ব্যবধানে পরপর দুবার ধরা পড়ে দুটি কুমির ছানা। এর রেশ কাটতে না কাটতেই আজ আবার পটাশপুরের খরিগেরিয়ার কাছে কেলেঘাই নদীতে মাছ ধরতে গিয়ে মাছের জালে ধরা পড়ে কুমির ছানাটি। প্রথমে গোসাপ ভেবে ভুল করলেও পরে এলাকার বাসিন্দারা বুঝতে পারে এটা ঘড়িয়াল বা অন্যকিছু নয়, প্রকৃত কুমিরই বটে।

আরও পড়ুন বঙ্গ বিজেপিকে ‘ভোকাল টনিক’ দিতে অক্টোবরেই বৈঠক অমিত শাহের

পূর্ব মেদিনীপুরের কোথাও কুমির প্রকল্প বা কুমির চাষ করা হয় না। তাহলে কোথা থেকে আসছে এই কুমির বাচ্চারা?
এই প্রশ্নের উত্তরে পরিবেশ বন্ধু সোমনাথ দাস অধিকারী বলেন, লকডাউনে মানুষ ঘরবন্দী হয়ে যাওয়ায় খোলামেলা পরিবেশ পেয়ে কুমির বাচ্চা গুলি সুন্দরবন বা উড়িষ্যা থেকে পথ ভুল করে মিষ্টি জলে চলে এসেছে। তাঁর অনুমান, হয়তো আমফান ঝড়ের সময় কোনো গর্ভবতী মা কুমির এই এলাকায় চলে আসে। তার জেরেই এই এলাকার বিভিন্ন নদী সংলগ্ন এলাকায় দেখা মিলছে কুমির ছানার।
খবর পেয়ে বন দফতরের কর্মীরা এই কুমির বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে যান।