Home দেশ মুকুলের মনোবাঞ্ছাপূরণ, কমিটি থেকে বাদ রাহুল

মুকুলের মনোবাঞ্ছাপূরণ, কমিটি থেকে বাদ রাহুল

by banganews

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর ২০২০ :  বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি পদে নিযুক্ত হলেন মুকুল রায়। সেই সঙ্গে বড় পদ পেলেন মুকুল ঘনিষ্ঠ অনুপম হাজরা। তাঁকে দেওয়া হয়েছে যুগ্ম সাধারণ সম্পাদকের পদ। শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা দলের নতুন কমিটি ঘোষণা করেছেন।

জাতীয় স্তরের রাজনীতিতে নিজের জায়গা পাকাপোক্ত করতে, অনেক দিন ধরেই ‘হোমওয়ার্ক’ চলছিল। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেও রাজ্য বিজেপির সঙ্গে মুকুলের কিছুতেই বনিবনা হচ্ছিল না।

আরও পড়ুন জেলায় বাড়ছে কুমিরের আতঙ্ক, খেজুরির পর এবার পটাশপুরে ধরা পড়ল কুমির

কিন্তু তুখোড় এই রাজনীতিবিদ, মোদী এবং অমিত শাহের বিশেষ পছন্দের। তাই রাজ্যে আসন্ন বিধানসভা ভোটে বাংলা থেকে দলের গুরুত্বপূর্ণ পদে মুকুল রায়ের মতো ‘হেভিওয়েট’ নেতাকে সামনে এনে নির্বাচনী প্রচারে, তাকে পুরোদস্তুর কাজে লাগাতে চাইছে বিজেপির শীর্ষ নেতৃত্ব।

আরও পড়ুন প্রথমবার রেলপথে ভিনরাজ্যে বাংলার চাল

বাংলা থেকে মুকুল রায় ছাড়াও বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি পদে নিযুক্ত হলেন ছত্রিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা রঘুবর দাস সহ ১২ জন নেতা।

অন্যদিকে, দলে দীর্ঘ দিনের কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা নতুন কমিটিতে কোনো পদ পান নি।

You may also like

Leave a Reply!