TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

বদলে যাচ্ছে রান্নার গ্যাস বুকিং নম্বর

বঙ্গ নিউস, ২৫ অক্টোবর, ২০২০ঃ  ১ নভেম্বর থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস বুকিং এর নম্বর। এতদিন ধরে যে নম্বরে ফোন করে ইন্ডিয়ান গ্যাস বুক করা হতো সেখানে ফোন করলে গ্যাস আর বুকিং করা যাবে না৷

রান্নার গ্যাস এর সরবরাহের ক্ষেত্রে একের পর এক নিয়ম বদলাচ্ছে সরকার। কোম্পানিগুলো বাড়িতে গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একাধিক বদল এনেছে৷

আরও পড়ুন করোনায় শ্রীজাত, তবু ধরলেন কলম

 

পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান-নিকোবর এই তিনটি রাজ্যের ইন্ডেন গ্যাসের গ্রাহকরা ১ নভেম্বর থেকে ৯০৮৮৩২৪৩৬৫ নম্বরে ফোন করে গ্যাস বুক করতে পারবেন না।

নতুন মোবাইল নম্বর হলো ৭৭১৮৯৫৫৫৫৫ এই নম্বরে ফোন করে এবার থেকে গ্যাস বুক করতে হবে। ইন্ডেন ডিস্ট্রিবিউটর এসোসিয়েশন জানিয়েছে ভর্তুকি ভর্তুকিহীন এবং বাণিজ্যিক সবরকম গ্যাস সিলিন্ডার বুকিং করতে হবে এই নতুন নম্বরে ফোন করে।