TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

ভারতের সঙ্গে ডাকটিকিট প্রকাশ করবে না চিন

বঙ্গ নিউস, ১০ ডিসেম্বর, ২০২০ঃ পূর্ব পরিকল্পিত থাকলেও শেষ মুহুর্তে এসে ডাক টিকিট প্রকাশের অনুষ্ঠান বাতিল করল চিন। গতকাল চিনের ডাকবিভাগের তরফে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে। ভারত-চিন সম্পর্কের ৭০ বছর পূর্তি উপলক্ষে যৌথ ভাবে স্মারক ডাকটিকিট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছিল দুই দেশ।

আরও পড়ুন ফোর্বস-এর প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় রয়েছেন এই সব ভারতীয় ব্যক্তিত্ব

গতবছর অক্টোবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের প্রেসিডেন্ট শি চিনফিংয়ের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের ৭০ বছর পূর্তি উপলক্ষে এই সিদ্ধান্ত হয়েছিল। তবে কাল তা বাতিল করা হয় কিন্তু কেন এই সিদ্ধান্ত তা জানা যায়নি। রাজনৈতিক মহলের মতে সীমান্ত সংঘর্ষের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবার অনেকে মনে করছে অতিমারির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছ। গতবছর নভেম্বরে চিনের ডাকবিভাগ ঠিক করেছিল ২০২০ সালকে দ্বিপাক্ষিক সম্পর্কে ৭০ বছর চিহ্নিত করে ডাকটিকিট প্রকাশ করা হবে। তবে গতকাল ডাক বিভাগ এক লাইনের একটি বিবৃতিতে বলেছে, ‘‘২০২০ সালে ভারত-চিন যৌথ উদ্যোগে যে বিশেষ ডাকটিকিট প্রকাশের সিদ্ধান্ত হয়েছিল, তা বাতিল করা হচ্ছে।’’