TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

দ্বিতীয় দেশ হিসেবে চাঁদের মাটিতে পতাকা উত্তোলন করল চীন

বঙ্গ নিউস, ৫ ডিসেম্বর, ২০২০ঃ চাঁদের মাটিতে প্রথম দেশ হিসেবে পতাকা উত্তোলন করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। দ্বিতীয় দেশ হিসেবে চাঁদের মাটিতে পতাকা উত্তোলন করল চীন। শুক্রবার চীনের মহাকাশ সংস্থার সোশ্যাল মিডিয়াতে একটি ছবি প্রকাশিত হয়েছে। সেখানেই তারা জানিয়েছে চাঁদের মাটিতে চীনের পতাকা উত্তোলন করা হয়েছে।

আরও পড়ুন ‘দুয়ারে সরকার’ প্রকল্প নিয়ে কী বললেন মহুয়া মৈত্র ?

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির রিপোর্ট অনুযায়ী চীনের একটি চন্দ্রযান গত মঙ্গলবার সফলভাবে চাঁদের মাটিতে অবতরণ করেছে। প্রায় দু কেজি নমুনা সংগ্রহ করে তা আবার পৃথিবীতে ফিরে আসবে, জানিয়েছে চীনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। মহাকাশযান টির নাম চ্যাং ৫।

১৯৬৯ সালে চাঁদে প্রথম পতাকা উড়িয়েছিলেন আমেরিকান নভঃচারী বাজ অলড্রিন। আগামীদিনে চিনের মহাকাশ কর্মসূচির মধ্যে রয়েছে 2022 সালের মধ্যে নিজস্ব স্পেস স্টেশন তৈরি করা এবং 2029 সালের মধ্যে বৃহস্পতি গ্রহের কাছে একটি অনুসন্ধান চালানো