TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূচনা করলেন দুয়ারে রেশন প্রকল্প

মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সূচনা করলেন দুয়ারে রেশন প্রকল্প।  মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৫০০ মিটার পর পর রেশনের  গাড়ি দাঁড়াবে।  সেখান থেকে রেশন সামগ্রী তুলে দেওয়া হবে মানুষের হাতে।
সারা রাজ্যে প্রায় 10 কোটিরও বেশি মানুষ সরাসরি এই প্রকল্পের সুফল পাবেন বলে দাবি করা হয়েছে নবান্ন সূত্রে।  কিন্তু মানুষ কি করে জানবেন তাদের পাড়ায় রেশনের গাড়ি আসছে?  এই সমস্যা সমাধানের জন্য একটি বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে। খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফে৷

এখানেই পাওয়া যাবে দুয়ারে রেশন সংক্রান্ত সমস্ত তথ্য।  প্রথমে 9903055505 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে। ইংরেজি হরফে  Hi হাই লিখে পাঠাতে হবে৷

 

অনাথ শিশুদের জন্য পেনশন
রাজ্যের প্রতিটি নাগরিক সেবা পাবেন। এছাড়া নতুন রেশন কার্ডের জন্য আবেদন জানানো, অভিযোগ জানানো, আধার সংযোগ করা অন্যান্য সমস্ত পরিষেবা সুযোগ পেতে এই হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে।  রাজ্যের কৃষকরা ধানের সহায়ক মূল্য সংক্রান্ত তথ্যের জন্য এই নম্বরে সাহায্য নিতে পারবেন।  ইংরেজি এবং বাংলা দুটি ভাষায় আপনার সমস্ত প্রশ্নের  উত্তর মিলবে