TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

বিশ্বে প্রথম ভ্যাকসিন পাচ্ছে ব্রিটেন

বঙ্গ নিউস, ২ ডিসেম্বর, ২০২০ঃ বিশ্বে প্রথম ভ্যাকসিন পাচ্ছে ব্রিটেন। প্রথম পশ্চিমী দেশ হিসবে ব্রিটেন ফাইজার করোনা টিকার অনুমোদন পাচ্ছে। প্রথমেই আশঙ্কাজনক রোগীদের ক্ষেত্রে ব্রিটেন প্রশাসন এই টিকা ব্যবহার করবে।

আন্তর্জাতিক সংবাদসূত্রে খবর, ফাইজারের টিকা আগামী সপ্তাহের মধ্যে বিপুল পরিমাণে উৎপাদিত হয়ে আপৎকালীন ক্ষেত্রে ব্যবহারের জন্য চলে আসবে। ভ্যাকসিন নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে কিনা সে দিকেও কড়া নজর রাখবে ব্রিটেন সরকার।আগামী সপ্তাহের মধ্যে ব্রিটেনে এক কোটি ভ্যাকসিন চলে আসতে পারে।

আরও পড়ুন একই মঞ্চে মমতা ও শুভেন্দু, সামনে এলো পোস্টার

ফাইজার জার্মান সংস্থা বায়োএনটেকের সঙ্গে মিলে এমআরএমএ প্রযুক্তি ব্যবহার করে করোনার ভ্যাকসিন তৈরি করেছে। ফাইজার কর্তৃপক্ষের দাবি,
তাদের ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া নেই৷ এই ভ্যাকসিন ৩৪ % বেশি কার্যকরী হতে পারে।