TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

ষষ্ঠীতেই আকাশে কালো মেঘ, জেনে নিন বৃষ্টির হালহকিকত

ষষ্ঠীতেই আকাশের মুখ ভার৷ কালো মেঘ আকাশে ছেয়ে আছে৷ আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল এবার পুজো মাটি করবে বৃষ্টি। একে করোনা, দুইয়ে বৃষ্টি সব মিলিয়ে এবারের পুজোর আনন্দ বাড়িতে থেকেই উপভোগ করতে হতে পারে উৎসব প্রিয় বাঙালীকে।

আরও পড়ুন মাধ্যমিকের মেধা তালিকায় আরও ৭ জন, নম্বর বাড়ল ৭ হাজার ছাত্রছাত্রীর

মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ষষ্ঠী ও সপ্তমীতে ভারী বর্ষণের পূর্বাভাস, জারি করা হয়েছে কমলা সতর্কতা।
সমুদ্রতীরবর্তী এলাকাতেও জারি হয়েছে সতর্কতা। আগামী ২৪ ঘন্টায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷ পুজোয় বৃষ্টির পাশাপাশি আবার এবছর জাঁকিয়ে শীত পড়ার আগাম পূর্বাভাসও দিয়েছে আবহাওয়াবিদরা।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।