শহর কলকাতাসহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ শক্তি বাড়িয়ে ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ উপকূল বরাবর এগোচ্ছে। এই নিম্নচাপের সঙ্গে জোট বেঁধেছে একটি ঘূর্ণাবর্ত। তার জেরেই দক্ষিণবঙ্গে হতে পারে ভারী বৃষ্টি।
আরও পড়ুন : দেশের করোনা পরিস্থিতি
আবহাওয়া দফতর জানিয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সকালের দিকে আকাশে রোদ থাকলেও দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বলে জানানো হয়েছে। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন : আজ সোমবার, কেমন যাবে আজকের দিন! জেনে নিন আজকের রাশিফল
মৌসুমি অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করায় অন্যান্য রাজ্যেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পঞ্জাব এবং উত্তর প্রদেশে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। কেরল, মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় জারি হয়েছে লাল সতর্কতা।