TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

সলমন, করণ, একতাদের বিরুদ্ধে মামলা বাতিল করল বিহার আদালত

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বিহারের মুজফ্ফরপুর কোর্টে সলমন খান, করণ জোহর, একতা কাপুর, আদিত্য চোপড়া, সাজিদ নাদিয়াদওয়ালা, ভূষণ কুমার, সঞ্জয় লীলা বনসালির বিরুদ্ধে মামলা দায়ের করেন সুশান্ত ভক্তরা। অভিযোগ ছিল, বলিউডের এই রথী-মহারথীরা সুশান্তকে আত্মহত্যায় প্ররোচিত করেছে। তবে উপযুক্ত প্রমাণের অভাবে বিহার আদালত এই মামলা বাতিল করে দিল।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুকেশ কুমার স্থানীয় অ্যাডভোকেট সুধীর কুমার ওঝার দায়ের করা আবেদন খারিজ করে বলেছেন, এই বিষয়টি আদালতের এক্তিয়ারের বাইরে।

আরও পড়ুন সুশান্তের বাড়িতে কোনও সিসিটিভি-ই ছিল না

এরপরে অ্যাডভোকেট ওঝা বলেন, ‘আমি সিজেএম-এর সিদ্ধান্তকে জেলা আদালতে চ্যালেঞ্জ জানাব। সুশান্তের রহস্যমৃত্যুতে বিহারবাসী এবং সুশান্ত ভক্তরা যথেষ্ট মর্মাহত। আমি তাঁদের ন্যায় বিচার পাইয়ে দেব। সেই ভাবেই আমি এগোচ্ছি।’
গত ১৪ জুন মুম্বইয়ে নিজের বাসভবনে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ৩৪ বছর বয়সী অভিনেতা সুশান্ত সিং রাজপুত। এই ঘটনার পরেই তাঁকে নানাভাবে হেনস্থা করার অভিযোগ এনে বলিউডের এই নক্ষত্রদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।