TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

টিআরপি বাড়াতে ঘুষ দিয়েছেন অর্ণব, বিস্ফোরক দাবি মুম্বই পুলিশের

মুম্বই, ২৯ ডিসেম্বর, ২০২০ঃ বেশ কয়েকদিন ধরে টানাপোড়েন চলছে রিপাবলিক টিভিকে নিয়ে। টিআরপি বাড়াতে ঘুষ দিয়েছেন রিপাবলিক টিভির চিফ এডিটর অর্ণব গোস্বামী। এমনই অভিযোগ তুলেছে মুম্বই পুলিশ। টিআরপি ইস্যুতে গত অক্টোবর থেকে তদন্ত করছে মুম্বই পুলিশ। মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়। টিআরপি কেলেঙ্কারি নিয়ে ফের বিস্ফোরক দাবি করল মুম্বই পুলিশ। তাঁদের দাবি রিপাবলিক টিভির রেটিং অনৈতিকভাবে বাড়িয়ে দেওয়ার জন্য BARC-এর প্রাক্তন CEO পার্থ দাশগুপ্তকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতেন অর্ণব গোস্বামী। গতকাল এই মামলায় আদালতে একটি রিমান্ড নোট দাখিল করে মুম্বই পুলিশ। যেখানে দাবি করা হয়েছে নিজের পদমর্যাদার অপব্যবহার করে পার্থ দাশগুপ্ত  একাধিক চ্যানেলের টিআরপিতে হেরফের করেছেন। সেখানে খোদ অর্ণব গোস্বামী একাধিকবার পার্থ দাশগুপ্তকে টাকা দিয়ে রিপাবলিক টিভির হিন্দি ও ইংরাজি চ্যানেলের টিআরপি বাড়িয়েছেন।

আরও পড়ুন শীঘ্রই ভারতে ছাড়পত্র পেতে চলেছে অক্সফোর্ডের ভ্যাকসিন, প্রথম টিকা পাবে SSKM এর স্বাস্থ্যকর্মীরা

সম্প্রতি এই টিআরপি কাণ্ডে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের প্রাক্তন CEO পার্থ দাশগুপ্তকে গ্রেপ্তার করে মুম্বই পুলিশ। তাঁকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মুম্বই পুলিশ জানতে পেরেছে পার্থ দাশগুপ্তই এই টিআরপি কেলেঙ্কারির মাস্টারমাইন্ড। পুলিশ আরও দাবি করেছে ঘুষের টাকায় দামী সামগ্রী কিনতেন পার্থ, যা তাঁর ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত করেছে। এই মামলায় তদন্তের জন্য পার্থ দাশগুপ্তকে আরও কিছুদিন পুলিশ হেফাজতে চেয়েছে মুম্বই পুলিশ। তবে মুম্বই পুলিশের দাবি যদি সত্যি হয়, বড়সড় বিপাকে পড়বেন অর্ণব গোস্বামী।