Home দেশ গ্রেপ্তার রিপাবলিক টিভির CEO

গ্রেপ্তার রিপাবলিক টিভির CEO

by banganews

মুম্বই, ১৩ ডিসেম্বর, ২০২০ঃ আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মুম্বই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন রিপাবলিক টিভির চিফ অর্ণব গোস্বামী। এবার ভুয়ো টিআরপি মামলায় রিপাবলিক নেটওয়ার্কের মালিক এআরজি আউটলায়ার মিডিয়া প্রাইভেট লিমিটেডের সিইও বিকাশ খানচন্দানি ও চিফ ফাইনান্সিয়াল অফিসার শিবাসুব্রহ্মণ্যম সুন্দরমকে গ্রেপ্তার করল মুম্বই পুলিশ। কয়েকদিন আগে মুম্বই পুলিশের কমিশনার পরমবীর সিং একটি সাংবাদিক বৈঠকে অভিযোগ করেছিলেন বেশি টাকার বিনিময় টিআরপি কিনছে সংবাদমাধ্যমটি।

আরও পড়ুন পরিবার নিয়ন্ত্রণে কাউকে বাধ্য করা সম্ভব নয়, হলফনামা কেন্দ্রের

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর অনেক ভুয়ো খবর ছড়ানো হয় বলে অভিযোগ ওঠে রিপাবলিক টিভির বিরুদ্ধে। সেই তদন্ত করতে গিয়ে টিআরপি বাড়িয়ে দেখানোর বিষয়টি নজরে আসে। গত অক্টোবর থেকে এই মামলার তদন্ত করছে মুম্বই পুলিশ। এর আগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। মুম্বই পুলিশের দাবি রিপাবলিক টিভি সহ দুটি স্থানীয় চ্যানেলের বিরুদ্ধে যথেষ্ট প্রমান রয়েছে। যদিও এই অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করে আসছে রিপাবলিক টিভি। এর আগে এই মামলা মুম্বই পুলিশের হাত থেকে সিবিআইইয়ের হাতে হস্তান্তরিত করার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রিপাবলিক টিভি কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই মুম্বই পুলিশের সঙ্গে রিপাবলিক টিভির দ্বন্দ্ব লেগেই আছে। ফলে দুপক্ষই দুপক্ষের বিরুদ্ধে অভিযোগ করছে

You may also like

Leave a Reply!