TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

সিনেমা হল খুললেও এবছর পুজোর ছবি নেই

কলকাতা, ২৮ সেপ্টেম্বর, ২০২০: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ১ অক্টোবর থেকে সিনেমা হল খুলতে পারে। তবে ৫০ জনের বেশি দর্শক একসঙ্গে থাকতে পারবেন না। সিনেমা হল সংক্রান্ত লিখিত নির্দেশিকা অবশ্য এখনও কোনও হলেই এসে পৌঁছয়নি। তথ্য ও সম্প্রচার মন্ত্রক থেকে এই নির্দেশিকা আসার কথা মঙ্গল-বুধবারের মধ্যে। তারপরেই স্পষ্ট হবে, সিনেমা হল খোলার ব্যাপারটি। স্পষ্ট হবে যাবতীয় বিধি সংক্রান্ত সরকারি সিদ্ধান্তও। তার আগে অবধি হল খোলার ব্যাপারটি নিয়ে হল কর্তৃপক্ষরাই ধোঁয়াশায়। তেমনই জানালেন প্রিয়া এন্টারটেনমেন্টের মুখ্য অধিকর্তা অরিজিৎ দত্ত।

আরও পড়ুন রিয়ার বায়োপিকের চেষ্টায় বলিউড

তবে সিনেমা হল খুললেও এখনই কোনও হিন্দি ছবি মুক্তি পাবে না। মুক্তি পাবে না কোনও বড় বাজেটের বাংলা ছবিও। তার মানে, পুজোর ছবি বলতে যা বোঝায়, এবছর তেমন কিছু আসছে না। কারণ বড় বাজেটের ছবি মুক্তির আগে প্রচারব্যবস্থা জোরদার করা দরকার। একটিও বড় ছবির প্রচার হয়নি। তাই মুক্তিও সম্ভব নয় বলে জানালেন অরিজিৎবাবু। বরং মাঝারি ও কম বাজেটের ছবিই মুক্তি পাবে পুজোর আগে।
যে ছবিগুলো চলতে চলতেই লকডাউন হয়ে সিনেমাহল বন্ধ হয়ে গিয়েছিল, সেই ছবিগুলো আবার ফেরানো হবে নাকি?
না। সেসব ছবি আর ফেরানো সম্ভব নয় বলে হল কর্তৃপক্ষদের তরফ থেকে জানালেন অরিজিৎ দত্ত। এবার যা আসবে, সবই নতুন ছবি।