TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

বেতন বৃদ্ধির দাবিতে AIIMS এর নার্সদের ধর্মঘট

দিল্লি, ১৫ ডিসেম্বর, ২০২০ঃ দেশের অন্যতম চিকিৎসা প্রতিষ্ঠান দিল্লি AIIMS এ অচলাবস্থা সৃষ্টি হয়েছে। মোট ২৩ দফা দাবিতে ধর্মঘটে সামিল হয়েছে AIIMS এর নার্সরা। ফলে বিপাকে পড়েছে দেশের অন্যতম সেরা হাসপাতালটি। নার্সদের প্রধান দাবি ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর করে বেতন বাড়াতে হবে। এই প্রসঙ্গে AIIMS এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া বলেন, ‘দেশের এরকম এক পরিস্থিতিতে নার্সদের ধর্মঘট দুর্ভাগ্যজনক।

আরও পড়ুন করোনা আবহে বাতিল সংসদের শীতকালীন অধিবেশন

আর কিছুদিনের মধ্যেই বাজারে করোনার ভ্যাকসিন চলে আসবে। নার্সদের কাছে আমার আবেদন, কাজে ফিরুন। এই অতিমারী থেকে রক্ষা পেতে সাহায্য করুন।’ তিনি আরও বলেছেন ‘ নার্সদের সঙ্গে দাবি নিয়ে একাধিক বৈঠক হয়েছে। সরকার আশ্বাস দিয়েছে বেতন বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে। তবে গুলেরিয়ার কথায় এই পরিস্থিতিতে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করা উচিত নয়। এদিকে ধর্মঘটি নার্সদের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট এর কথা উল্লেখ করে কড়া হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্র। আন্দোলন প্রত্যাহার না করলে নার্সদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।