কলকাতা, ১৫ ডিসেম্বর, ২০২০ঃ অবশেষে মুক্তি, হাসপাতাল থেকে ছাড়া পেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। গত ৯ ডিসেম্বর শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্তি হন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর স্বাস্থ্যের খোঁজ নিতে সেদিনই হাসপাতালে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তনের পাশে দাঁড়িয়ে সবরকম সাহয্যের আশ্বাস দেন বর্তমান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন বেতন বৃদ্ধির দাবিতে AIIMS এর নার্সদের ধর্মঘট
আইসিইউ তে অক্সিজেন সাপোর্টে রাখতে হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। নিয়মমেনে করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে। গতকাল তাঁর শারীরিক অবস্থার পরীক্ষা করে জানানো হয় আজ হাসপাতাল থেকে তাঁকে ছুটি দেওয়া হবে। আজ সকালে মেডিক্যাল বোর্ড স্বাস্থ্য পরীক্ষা করে ছুটি দেয় বুদ্ধদেব ভট্টাচার্যকে। তবে বাড়ি ফিরেও কড়া নিয়মের মধ্যেই থাকতে হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।