TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

ফাইজারের পর সেরাম, বাজারে টিকা আনতে চেয়ে আবেদন

বঙ্গ নিউস, ৭ ডিসেম্বর, ২০২০ঃ করোনা ভ্যাকসিনের দৌড়ে এগিয়ে আছে অনেক সংস্থাই। ইতিমধ্যে ভারত বায়োটেকের কো-ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়েছে। সেরামের কোভিশিল্ড ভ্যাকসিনের ট্রায়ালও চলছে। এরই মধ্যে গত শনিবার মার্কিন সংস্থা ফাইজার তাদের তৈরি টিকা ভারতের বাজারে বাণিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি চেয়েছে।

আরও পড়ুন অসুস্থ শিশির, দিল্লিতে দিব্যেন্দু, মমতার সভা ঘিরে কিসের ইঙ্গিত

এবার একই ভাবে সেরাম ও ভারতের বাজারে তাদের তৈরি টিকা বাণিজ্যিক ব্যবহারের অনুমতি চাইল। ইতিমধ্যেই ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে আবেদন জমা দিয়েছে সেরাম। এখন দেখার সরকার সেই আবেদন গ্রহন করে কিনা। এদিকে প্রথম মার্কিন সংস্থা হিসাবে ফাইজার ইতিমধ্যেই ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে আবেদন জানিয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পরই সেরামও প্রথম ভারতীয় সংস্থা হিসাবে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে আবেদন জানিয়েছে। অন্যদিকে ব্রিটেনে এই সপ্তাহ থেকেই ফাইজারের টিকাকরণ শুরু হয়ে যাবে। ভারতে অক্সফোর্ডের টিকার তৃতীয় দফার ট্রায়াল চলছে। সেরামের দাবি কোভিশিল্ড সুরক্ষিত এবং সহনশীল। এখন দেখার টিকাকরণ নিয়ে সরকার কি পদক্ষেপ নেয়।