TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

ডেঙ্গি রুখতে তৎপর প্রশাসন

হুগলী, ২০ সেপ্টেম্বর, ২০২০ঃ করোনা আবহে নাজেহাল রাজ্য। এবার করোনার পাশাপাশি ডেঙ্গি প্রতিরোধে তৎপর হল রাজ্য প্রশাসন। রিষড়া শ্রীরামপুর সহ হুগলীর বেশ কিছু জায়গায় ডেঙ্গির প্রকোপ চোখে পড়েছে বিগত কয়েকবছর ধরে। এবার ডেঙ্গি প্রতিরোধে আজ থেকে হুগলী সহ গোটা রাজ্যে শুরু হচ্ছে ডেঙ্গি বিজয় প্রকল্প।

আরও পড়ুন অনুরাগের বিরুদ্ধে উত্তাল বলিউড

ডেঙ্গি মোকাবিলায় বিভিন্ন পুরসভাকে বিশেষ অভিযানে নামার নির্দেশ দিয়েছে পুর ও নগোরোন্নয়ন দপ্তর। ডেঙ্গি অভিযানে সাফাইকর্মীদের সাথে ময়দানে নেমে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন পুরকর্তারা। জল যাতে না জমা হয়ে থাকে সে ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে পুরসভার তরফ থেকে। প্রয়োজনে নর্দমায় গাপ্পি মাছ ছাড়া হবে যাতে মশার লার্ভা খেয়ে ফেলে। বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীরা সমীক্ষা করছেন। জ্বর থাকলে স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে রক্ত পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। হুগলী জেলায় এখনও পর্যন্ত ১৩৩ জনের ডেঙ্গির খবর মিলেছে। পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে নির্দিষ্ট পরিকল্পনা করেই ডেঙ্গি প্রতিরোধে তৎপর হয়েছে রাজ্য সরকার।