TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

একদিনে আক্রান্ত প্রায় ৯৬ হাজার! ফের করোনা পরিসংখ্যানে শীর্ষে ভারত

কলকাতা, ১০ সেপ্টেম্বর ২০২০ :  দৈনিক করোনা সংক্রমনের নিরিখে ফের শীর্ষে ভারত। একদিনে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল প্রায় 96 হাজার। শুধু ভারত নয়, বিশ্বের কোন দেশেই এর আগে একদিনে এত মানুষ সংক্রমিত হননি।

উত্তরোত্তর সংক্রমণ বৃদ্ধির গ্রাফ রীতিমতো কপালে ভাঁজ ফেলেছে প্রশাসন থেকে চিকিৎসকদের। বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রক সূত্রে পাওয়া পরিসংখ্যান বলছে, ২৪ ঘণ্টায় দেশে ৯৫ হাজার ৭৩৫ জন আক্রান্ত হয়েছেন। যা আগের ২৪ ঘণ্টার থেকে প্রায় ৭ হাজার বেশি।

আরও পড়ুন গঙ্গার ভিড় এড়িয়ে তর্পণ হোক ঘরেই, বিধান বিশিষ্টদের

 

বেড়ে চলেছে করোনায় মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ১,১৭২ জনের। যা দেশের বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেকটাই বেশি।
আমেরিকা এবং ব্রাজিলের থেকে ভারতের দৈনিক সংক্রমণ অনেকগুণ বেশি। তবে আক্রান্তের সংখ্যা বাড়লেও স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘন্টায় করোনা থেকে মুক্তি পেয়েছেন ৭২ হাজারেরও বেশি মানুষ। দেশে এখন করোনা জয়ীর সংখ্যা ৩৪ লক্ষ ৭১ হাজার ৭৮৪ জন।