TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

চোল বংশের মুদ্রা আবিষ্কার, চিনে ফেলল দ্বাদশ শ্রেণীর স্কুলছাত্রী

ঐতিহাসিক নিদর্শন আবিষ্কার হল তামিলনাড়ুতে। চাষের কাজ করার সময় নিজের জমিতে খোঁড়াখুড়ি করতেই তিনটি মুদ্রা খুঁজে পান এক কৃষক। তাঁর মেয়েকে দেখাতেই সে অবাক হয়ে যায়। মুদ্রাগুলি চোল রাজবংশের। তিরুপুল্লানির একটি সরকারি স্কুলে দ্বাদশ শ্রেণির ছাত্রী মুনেশ্বরী। এই মুদ্রাগুলি সে কীভাবে চিনে ফেলল এই প্রসঙ্গে মুনেশ্বরী জানিয়েছে, তাঁদের স্কুলের হেরিটেজ ক্লাবের সদস্য সে। সেখানেই প্রাচীন মুদ্রা এবং মাটির পাত্র চেনার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এমনকি, এ ধরনের মুদ্রা বা পাত্রে খোদিত প্রাচীন লিপিও পড়তে পারে সে। মুনেশ্বরীর স্কুলের শিক্ষক তথা হেরিটেজ ক্লাবের সচিব ভি রাজাগুরু জানিয়েছেন, মাস কয়েক আগে তাঁদের স্কুলের পড়ুয়ারা স্কুল ক্যাম্পাসে চিনা মাটির পাত্র খুঁজে পেয়েছে। তিনি বলেন, ‘‘মুনেশ্বরীর বাবা যে মুদ্রাগুলি খুঁজে পেয়েছেন তা ১১ এবং ১২ শতকের খ্রিস্টপূর্বের চোল রাজবংশের সময়কার।’’

 

এবারে পুণ্যস্নানে থাকছে নতুন চমক!

প্রসঙ্গত, রামনাথপুরম এলাকায় চোল রাজবংশের রাজারাজা চোলামের সময়কার সভ্যতার নিদর্শন ছড়িয়ে রয়েছে। এটি শ্রীলঙ্কা এবং ভিয়েতনামেও বিস্তৃত রয়েছে। এই আবিষ্কারের কথা ছড়িয়ে পড়তেই রামনাথপুরম এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। ওই এলাকায় খননকাজ শুরু করার কথাও চিন্তা-ভাবনা করছে তামিলনাড়ুর পুরাতত্ত্ব বিভাগ এবং আর্কিয়োলজিকাল সার্ভে অব ইন্ডিয়া।