TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

সরকার পরিচালিত এক হোমে ৫৭ জন কিশোরীর শরীরে ভাইরাসের সংক্রমণ

উত্তরপ্রদেশের সরকার পরিচালিত কানপুরের এক হোমে ৫৭ জন কিশোরীর শরীরে পাওয়া গেছে ভাইরাসের সংক্রমণ। তাদের মধ্যে পাঁচ কিশোরী অন্তঃসত্ত্বা বলে সংবাদ সংস্থা জানাচ্ছে। তবে ওই হোমের কোন কর্মীর শরীরে সংক্রমণের হদিস পাওয়া যায়নি। হোমটিকে স্যানিটাইজ করে প্রশাসনের পক্ষ থেকে সিল করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : ভারতীয় সেনার হাতে বিশেষ ক্ষমতা

হোমের সমস্ত কর্মীকে সেখানেই কোয়ারেন্টাইন এ রাখা হয়েছে।এই ঘটনায় সরকারি হোমে কিশোরীদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নের মুখে পড়েছে উত্তরপ্রদেশ সরকার। গতকাল কানপুরের জেলাশাসক সাংবাদিক বৈঠক করে ঘটনাটি ব্যাখ্যা করার চেষ্টা করেন।

আরও পড়ুন : সারা বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ৮৭ লক্ষ মানুষ

তিনি বলেন, গত ডিসেম্বর মাসে এই পাঁচজন কিশোরী যখন হোমে আসে তখন থেকেই অন্তঃসত্ত্বা ছিলেন। এদিকে তারা কিভাবে অন্তঃসত্ত্বা হলো সে ব্যাপারে তদন্তের জন্য ইতিমধ্যেই পুলিশ পকসো আইনে মামলা রুজু করেছে। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের যে সমস্ত জায়গায় করোনা সংক্রমণ ব্যাপক ভাবে ছড়িয়েছে তাদের মধ্যে কানপুর দ্বিতীয় স্থানে রয়েছে।