TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

৩৫ টি কন্টেইনমেন্ট জোন বাড়ল রাজ্যে 

সংক্রমণ নিয়ন্ত্রণে আসার পরিবর্তে প্রতিদিন বেড়ে চলেছে রাজ্যে করোনা সংক্রমণ। সেইসঙ্গে বাড়ছে রাজ্যে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা। নতুন করে রাজ্যে কন্টেইনমেন্ট জোন বেড়েছে ৩৫টি। তারমধ্যে শুধু কলকাতাতেই রয়েছে ২৫ থেকে ২৮টি কন্টেইনমেন্ট জোন।
আরও পড়ুন :  সুখবর, মাঝেরহাট ব্রিজ চালু হতে পারে পুজোর আগেই 
উত্তর ২৪ পরগনায় রয়েছে কন্টেইনমেন্ট জোন ৯৫টি। এটাই সর্বাধিক৷ পহাওড়ায় কন্টেইনমেন্ট জোন রয়েছে ৮৫টি। পূর্ব বর্ধমানে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা ৭১টি। উত্তর দিনাজপুরে কন্টেইনমেন্ট জোন ৭০টি। নদিয়ায় কন্টেইনমেন্ট জোন বেড়ে হয়েছে ৫৪টি।
আরও পড়ুন :  সৌরভ আইসোলেশনে, দাদাগিরি ইউনিটের মাথায় হাত
কলকাতায় নতুন করে আটটি এলাকা কন্টেইনমেন্ট জোনে পরিণত হয়েছে। তার মধ্যে রয়েছে বকুল বাগান, উল্টোডাঙা মেন রোডের বস্তি এলাকা। এছাড়া বালিগঞ্জে চারটি, মানিকতলা, ভবানীপুর ও কাঁকুরগাছিতে একটি করে মোট ৭ টি আবাসন কন্টেইনমেন্ট জোনে রয়েছে।