TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

আগামী তিন বছরে রাজ্যে ৩৫ লক্ষ কর্মসংস্থানের ঘোষণা মমতার

আগামী তিন বছরে রাজ্য সরকার 35 লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশাসনিক বৈঠকে তিনি জানান সরকারি চাকরির পাশাপাশি তথ্যপ্রযুক্তি, কৃষি, বাণিজ্য, ছোট ও মাঝারি শিল্প সহ নানা ক্ষেত্রে কাজের ব্যবস্থা করা হবে।

মুখ্যমন্ত্রীর দাবি, গত বছরের 29 লক্ষ কর্মসংস্থান হয়েছে। স্বনির্ভর ক্ষেত্রে বেশ কয়েকটি প্রকল্পের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সমবায় ব্যাংকের মাধ্যমে যুবক-যুবতীকে মোটরবাইক কেনার জন্য ঋণ দেওয়া হবে। স্বনির্ভর গোষ্ঠীর 1 কোটি সদস্যের তহবিলে 5 হাজার টাকা করে পাঠানো হবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে ঋণ দেওয়ার জন্য সরকার সচেষ্ট হবে বলেও তিনি জানান।

গাইডলাইন মেনে হবে কালীপুজো, জানালেন মুখ্যমন্ত্রী

করোনা প্রতিরোধক মাস্ক স্যানিটাইজার তৈরি করে কঠিন আর্থিক পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রচুর উপকার হয়েছে। তিনি জানান, রাজ্যের শিল্পতালুকে 1500 একর জমি পড়ে রয়েছে 27 লক্ষ বর্গফুট জায়গা রয়েছে। আগামী ছ’মাসের মধ্যে খানে 45 লক্ষ কাজের ব্যবস্থা করা যেতে পারে। সরকারের হাতে আরও 4600 একর জমি রয়েছে সেখানেও শিল্প আনার জন্য জেলাশাসকদের সচেষ্ট হতে হবে বলেও তিনি জানান।