TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

জলের মধ্যে জীবনের গান

জলের আরেক নাম জীবন। ছোটবেলায় পড়েছি সকলে৷ কিন্তু ছোটবেলার বিজ্ঞান বইয়ের পাতায় আরও যা কিছু শিখেছি বাস্তবিক জীবনে আমরা কি সেসব সত্যিই মেনে চলি?  প্রগতি উন্নয়ন এর মোহবশে আমরা কী সত্যি এই পরিবেশ, এই সমাজ, আমাদের, এমনকি পরবর্তী প্রজন্মের জন্য সুস্থ পৃথিবী রেখে যাচ্ছি?

 

 

কিন্তু এসব সিরিয়াস প্রশ্নকেই মজার ছন্দে তুলে ধরেছেন শমীক অ্যান্ড শমীক৷ 21 Records এর নতুন গান H2O. এ গান জীবনের এ গান জলের।

 

কিন্তু সেই জল আমাদের ভালো রাখতে পারবে?  গ্লোবাল ওয়ার্মিং বেড়ে চলেছে৷ হিমবাহ গলছে৷ কিন্তু কেন?  গানের মধ্যেই রয়েছে সেই উত্তর৷
আমাদের ক্ষতি যে আমরা নিজেরাই করে ফেলছে জেনে বা অজান্তে তা নিয়ে কি ভেবেছি?

 

 

“বারবার স্নান করে তুমি প্রিন্স চার্মিং
চিলড হয়ে এসি ঘরে বসে তুমি বাড়াচ্ছ গ্লোবাল ওয়ার্মিং ”

 

 

বিভিন্ন জায়গায় জঙ্গল কেটে ফেলার প্রতিবাদ আছে। তবে শুধুই যে পরিবেশ সচেতনতা আছে তা কিন্তু নয়৷ এই গান একইসঙ্গে বলে ভালোভাবে বেঁচে থাকার কথা।

 

 

নানা সমস্যা নিয়ে আমরা সারাদিন চিন্তিত৷ স্ট্রেস অ্যাংসাইটি নেই এমন মানুষ বুঝি আর খুঁজে পাওয়া যায় না৷ কিন্তু সারাজীবন এভাবে বেঁচে থেকে পাব কী?  গানেও রয়েছে সেই প্রশ্ন

 

“দুঃখবিলাসী হয়ে বেঁচে থেকে লাভ কী বলো ?”
তার সমাধান, “তার চেয়ে মন খুলে উড়ে যাই মেঘেদের..”
সেজগতে রোগ শোক নেই সে জগত ভুখা নাই

 

শমীক রায়চৌধুরী ফিল্ম ডিরেক্টর৷ তার শখ গান লেখা সুর করা।  এবং  শমীক গুহরায়  সাউন্ড ইঞ্জিনিয়ার এবং মিউজিক প্রডিউসার। এই দুই শমীক গাইলেন জলের গান৷

ব্যক্তিগত ভাবে শমীক রায়চৌধুরী এই সমস্যাগুলো নিয়ে অনেকদিন ধরেই ভাবনাচিন্তা করেন৷ শমীক গুহরায়ের মজার ট্রাকে সিরিয়াস লিরিক্স লেখা হল৷ চারদিকে নানারকম সমস্যা তাই যা কিছু বক্তব্য, যা কিছু প্রতিবাদ সবই হবে ইতিবাচক ভাবে আনন্দের সঙ্গে এমনটাই চেয়েছিলেন দুই শমীক।

 

নিজেদের কাজের ফাঁকে সময় বের করে করেছেন মিউজিক ভিডিওর কাজ। রূফটপে সুইমিং পুল। আকাশে নীল সাদা মেঘ, এদিকে সুইমিং পুলের জল নীল নীলিমার নীল, জলে বিলীন হয়ে  ভিডিও তৈরি হল৷

 

এত্ত বড় গায়ক,তবুও অহংকারের চিহ্ন নেই। রাস্তায় গিটার হাতে গান গাইছেন অরিজিৎ সিং

আগামী দিনে শমীক গুহরায় এবং শমীক রায়চৌধুরী এই জুটি আরও গান নিয়ে আসতে চলেছেন৷ আপাতত জলের তলায় হোক বা জলের ওপরে শুনে নিন জলের গান জীবনের গান, বেঁচে থাকার গান  H2O