Home বঙ্গ বিএসএফের গুলিতে নিহত যুবক, সীমান্তে বিক্ষোভ

বিএসএফের গুলিতে নিহত যুবক, সীমান্তে বিক্ষোভ

by banganews

কোচবিহার, ১০ অগাস্ট, ২০২০: ভারত বাংলাদেশ সীমান্তে পাচারকারী সন্দেহে সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত এক যুবক।কোচবিহারের তুফানগঞ্জের বালাভূতের ঘটনা।
গোপন সূত্রে গরু পাচারের খবর পেয়ে রবিবার গভীর রাতে ওই এলাকায় অভিযান চালায় বিএসএফ। তাদের দাবি, পাচারের উদ্দেশ্যে সেখানে ৮০টি গরু জড়ো করা হয়। জওয়ানরা যেতেই তাদের লক্ষ্য করে বোমা ছোঁড়ে পাচারকারীরা। জওয়ানদের পাল্টা গুলিতে শাহিনুর হক নামে ১৮ বছরের এক যুবকের মৃত্যু হয়।

আরও পড়ুন ৬ বছরের শিশুকে গণধর্ষণের ৪ দিন পরেও অধরা অভিযুক্তরা

স্থানীয়দের দাবী, যেখানে ঘটনাটি ঘটে সেখান থেকে প্রায় ৭ – ৮ কিলোমিটার দূরে তাঁতের শাড়ি তৈরির কাজ করতেন ওই যুবক। পাচারকারীদের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ ছিল না। রবিবার রাতে বাড়ির সামনেই ঘোরাঘুরি করছিলেন শাহিনুর। পাচারকারী সন্দেহে বিএসএফ তাঁকে গুলি করে বলে অভিযোগ এলাকাবাসীর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী। পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের বাধার মুখে পড়ে দেহ উদ্ধারে সমস্যায় পড়তে হয় পুলিশকে। এখনও পর্যন্ত এই ঘটনায় বিএসএফ-এর তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

You may also like

Leave a Reply!