Home দেশ শিশুদের বাইকে বসানোর আগে দেখে নিন এই নিয়ম

শিশুদের বাইকে বসানোর আগে দেখে নিন এই নিয়ম

by banganews

মোটরভেহিকেল আইনের ১২৯ ধারায় কিছু সংশোধন করা হয়েছে। কেন্দ্রীয় সরকার, চার বছরের কম বয়সী শিশুকে বাইক বা স্কুটারে বসানোর ক্ষেত্রে কিছু নিয়ম চালু করেছে৷  যদিও এগুলি এখন খসড়া বিধি, এই খসড়া বিধি সরকারের সবুজ সংকেত পেলে কার্যকর করা হবে। মন্ত্রকের সুপারিশে বলা হয়েছে, “চার বছরের কম বয়সী শিশুদের মোটরসাইকেল চালকের সঙ্গে সংযুক্ত করতে নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করা হবে”। এখানে হেলমেটকে সেফটি ডিভাইস হিসেবে দেখা হচ্ছে৷

সুপারিশে বলা হয়েছে যে,
★ মোটরসাইকেল চালককে নিশ্চিত করতে হবে তার পিছনে বসা ৯ মাস থেকে ৪ বছর বয়সী শিশুর মাথায়  হেলমেট আছে৷
★ শিশুটি যে হেলমেটটি পরবে তার মান BIS(ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ) -এর গাইডলাইনের সঙ্গে মিলতে হবে।

 

★ চার বছর বয়স পর্যন্ত একটি শিশুকে বহনকারী মোটরসাইকেলের গতি প্রতি ঘন্টায় ৪০ কিলোমিটারের বেশি হবে না।

কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি টুইট করেছেন। তিনি জানিয়েছেন,  “শিশুটিকে ড্রাইভারের সঙ্গে সংযুক্ত করার জন্য একটি সেফটি ডিভাইস প্রয়োজন। যাতে শিশু মোটরসাইকেল চালানোর সময় কোনোভাবেই পড়ে না যায়। যদি শিশু ৯ মাস থেকে ৪ বছর বয়সী হয়, তাহলে ক্র্যাশ হেলমেট পরতে হবে। এমনকি বাইকের গতিও ৪০ কিলোমিটারের মধ্যে রাখতে হবে।”

 

এলিয়েন হতে বাদ দিয়েছেন নাক-কান, আবার শিউরে ওঠার মতো সিদ্ধান্ত নিলেন ইনি

সেফটি হারনেস ওজনে হালকা,  জলরোধী এবং টেকসইও হতে হবে।  শক্তিশালী বাবল-সহ ভারি নাইলন বা মাল্টিফিলামেন্ট নাইলন দিয়ে তৈরি করা উচিত। এই খসড়া নিয়মে  কারও কোনো পরামর্শ বা আপত্তি থাকলে তা ইমেইল করে  জানানো যাবে বলে জানিয়েছে পরিবহণ মন্ত্রক।

You may also like

Leave a Reply!