তামিলনাড়ু, ১৭ অগাস্ট ২০২০ : করোনা আবহে পৃথিবীর সব প্রান্তের মানুষের রোজকার রুটিনে কোন না কোনভাবে ছেদ পড়েছে কিন্তু তামিলনাড়ুর টি মুত্থুকুমারান এর ব্যতিক্রম। মদ ছাড়া তার দিন কাটে না। স্থান-কাল-পাত্র কোন কিছুরই তোয়াক্কা করে না সে।
গত ১২ই অগাস্ট করোনা আক্রান্ত হওয়ায় বছর ৪৮ এর মুত্থু কে ভর্তি করা হয় তামিলনাড়ুর একটি সরকারি হাসপাতালে। সেখানে ভর্তি থাকা কালীন মদ খেয়ে ভাঙচুর করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
আরও পড়ুন : নিশিকান্ত কামাতের মৃত্যু নিয়ে গুজব! পরিচালক এখনও জীবিত
খবর পেয়ে হাসপাতালে এক কর্মচারী ও স্থানীয় প্রশাসনের আধিকারিক সেখানে পৌঁছে মুত্থুকে মদ্যপ অবস্থায় দেখেন। কিন্তু সরকারি হাসপাতালে মদ এলো কোথা থেকে? জিজ্ঞাসাবাদ করে জানা যায় অভিযুক্তের স্ত্রী প্রতিদিনই নাকি একটি ব্যাগে করে, লুকিয়ে তাকে মদ পৌঁছে দিয়ে যেতেন।
সরকারি হাসপাতালে মদ খাওয়া এবং সরকারি জিনিস ভাঙচুর করার অভিযোগে মুত্থু এবং তার স্ত্রীর নামে অভিযোগ দায়ের করা হলে পুলিশ এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।