Home দেশ কৃষক আইন প্রত্যাহার করুন, প্রধানমন্ত্রীকে রক্তে লেখা চিঠি পাঠাল কৃষকরা

কৃষক আইন প্রত্যাহার করুন, প্রধানমন্ত্রীকে রক্তে লেখা চিঠি পাঠাল কৃষকরা

by banganews

দিল্লি, ২৩ ডিসেম্বর, ২০২০ঃ ২৫ দিন অতিক্রান্ত কৃষক আন্দোলন। যত দিন যাচ্ছে কৃষক আন্দোলন আরও জোরদার হচ্ছে। গতকাল দিল্লি মেরঠ হাইওয়ে অবরোধ করেন কৃষকরা। মহারাষ্ট্রের ২১ জেলা থেকে কৃষক আন্দোলনে যোগ দিচ্ছেন কৃষকরা। এবার রক্ত দিয়ে চিঠি লিখলেন কৃষকরা। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে রক্তে লেখা চিঠি পাঠালেন কৃষকরা।

আরও পড়ুন পূর্ব মেদিনীপুরে তৃণমূলে যোগদান শতাধিক বিজেপি নেতা-কর্মীর

মঙ্গলবার সিঙ্ঘু সীমান্তে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেই রক্তেই লেখা হয়েছে চিঠি। চিঠিতে প্রধানমন্ত্রীর কাছে কৃষকরা আবেদন জানিয়েছেন তিনটি নতুন ধারা প্রত্যাহার করুন। এই কালা কানুন প্রত্যাহার করুন। এই আইন চাই না। এদিন সিংঘু সীমান্তে রক্তদান শিবিরের আয়োজন করে লুধিয়ানার ভাই ঘানিয়াজি মিশন সেবা সমিতি। কয়েকশো কৃষক ওই শিবিরে রক্তদান করেন। কৃষকদের দাবি এই আইন মান্ডি ব্যবস্থাকে নষ্ট করে দেবে। পাশাপাশি তাদের আরও দাবি ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারান্টি দিতে হবে। ডাল, চাল, গমের মতো খাদ্যদ্রব্যকে অত্যবশ্যকীয় পণ্যের আওতায় রাখতে হবে।

You may also like

Leave a Reply!