Home বিদেশ স্বাস্থ্যকর্তার পদত্যাগ, করোনা টিকার উৎপাদন শুরু করল রাশিয়া

স্বাস্থ্যকর্তার পদত্যাগ, করোনা টিকার উৎপাদন শুরু করল রাশিয়া

by banganews

মস্কো, ১৬ অগাস্ট, ২০২০: রাশিয়ার টিকা নিয়ে এমনিতেই বিতর্কের শেষ নেই। বিতর্ক আরও বাড়িয়ে পদত্যাগ করেছেন স্বাস্থ্যমন্ত্রকের এক আধিকারিক। করোনা টিকা নিয়ে ঘরে বাইরে প্রবল চাপের মুখে রুশ প্রেসিডেন্ট পুতিন। তবে থামছেন না মোটেও। করোনা টিকার কার্যকারিতা ও সুরক্ষা নিয়ে বিতর্কের মধ্যই বিশ্বের প্রথম করোনা প্রতিষেধকের উৎপাদনের কাজ শুরু করে দিল রাশিয়া। শনিবার সে দেশের স্বাস্থ্যমন্ত্রককে উদ্ধৃত করে জানানো হয়েছে একথা।

আরও পড়ুন দিঘায় মাছের লরির সঙ্গে পর্যটক বোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

সম্প্রতি রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরশকো জানান, এ বছরের মধ্যেই সাড়ে ৪ কোটিরও বেশি প্রতিষেধকের ডোজ তৈরি করবে রাশিয়া। এই প্রতিষেধক প্রথমে দেশের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও শিক্ষকদের দেওয়া হবে, এ কথা আগেই জানিয়েছিল রুশ স্বাস্থ্যমন্ত্রক। এ বার সে লক্ষ্যেই এই প্রতিষেধকের উৎপাদন শুরু করে দিল রাশিয়া। জানা গিয়েছে, চলতি মাসের শেষেই এই প্রতিষেধকের প্রথম ব্যাচ তৈরি হয়ে যাবে।
প্রসঙ্গত, রাশিয়ার করোনা টিকা স্পুটনিক ভি তৈরি করেছে গামালিয়া সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট। সঙ্গে সঙ্গত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রক এবং রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড।

You may also like

Leave a Reply!