Home প্রযুক্তি আসছে হোয়াটসঅ্যাপ পেমেন্ট, টাকা লেনদেন হবে আরও সহজ

আসছে হোয়াটসঅ্যাপ পেমেন্ট, টাকা লেনদেন হবে আরও সহজ

by banganews

বঙ্গ নিউস, ১৫ ডিসেম্বর, ২০২০ঃ কর্মসূত্রে পরিবারের থেকে অনেকটা দূরে চলে যেতে হয়েছে। জরুরি দরকারে বাড়িতে টাকা পাঠানো দরকার? কিংবা বাইরে বিদেশে বেড়াতে গিয়ে টাকার সমস্যা হয়েছে? এখন কিন্তু আর কোনো সমস্যা নেই৷ হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে আরও এক নতুন সুবিধা । ফেসবুক ফুয়েল ফর ইন্ডিয়া ভার্চুয়াল ইভেন্টে হোয়াটসঅ্যাপ প্রধান উইল ক্যাথকার্ট জানান, লকডাউনে বেশিরভাগ মানুষ টেক্সট এবং ভিডিও কলে মাধ্যমে যোগাযোগ রেখেছেন। এই কঠিন সময় মানুষের কাজ সহজ করার লক্ষ্য নিয়েই তাদের এই নতুন উদ্যোগ।

আরও পড়ুন বাংলায় ঘৃণ্য ধর্ম এনেছে বিজেপি, জলপাইগুড়ির সভা থেকে তোপ মুখ্যমন্ত্রীর

তিনি খুবই আশাবাদী হোয়াটসঅ্যাপ পেমেন্ট চালুর বিষয়৷ পেমেন্ট প্রক্রিয়া আরও সহজ হবে৷ টেক্সট করার মতই সহজ হয়ে যাবে টাকার লেনদেন। ব্যাঙ্কে গিয়ে কয়েক ঘণ্টা দীর্ঘ লাইনে না দাঁড়িয়ে মানুষ মোবাইল থেকেই নিজের সময় মত পেমেন্ট দিতে বা নিতে পারবে দিনের যে কোনো সময়৷

You may also like

Leave a Reply!