বঙ্গ নিউস, ২৭ নভেম্বর, ২০২০ঃ কয়েকদিন ধরে ঠান্ডার দেখা নেই। আজ সকাল থেকে শহরের তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছে। তবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর সপ্তাহের শেষেই পড়তে চলেছে শীত। রবিবার থেকেই নামবে তাপমাত্রার পারদ। এবার আবহাওয়ার শিরোনামে জায়গা করে নিতে চলেছে শীত। ঘূর্ণিঝড় নিভার প্রভাব বাংলায় প্রত্যক্ষ ভাবে না পড়লেও পরোক্ষ ভাবে পড়েছিল, ফলে তাপমাত্রা কিছুটা বৃদ্ধিও পেয়েছে। যদিও ইতিমধ্যেই শীতের পোশাক পড়তে শুরু করেছে মানুষজন। আবহাওয়া দপ্তরও জানিয়েছে রবিবার থেকেই তাপমাত্রার পারদ নামতে চলেছে। জাঁকিয়ে পড়তে চলেছে শীত।
আরও পড়ুন বিয়ে করলেন অনির্বাণ ভট্টাচার্য
আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। রাতের দিকে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।