TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

আরও জাঁকিয়ে পড়বে ঠাণ্ডা

আগের তুলনায় বেশ অনেকটাই কমেছে তাপমাত্রার পারদ। আগামী ৪৮ ঘণ্টায় বাংলার তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নামারও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
অন্যদিকে সাগরে নিম্নচাপ দানা বাঁধছে।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সকালের দিকে মূলত রৌদ্রোজ্জ্বল আকাশ।

আজ বুধবার, কি আছে আজ ভাগ্যে! জেনে নিন আজকের রাশিফল

দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। অন্যদিকে তামিলনাড়ু, পুদুচেরী, কেরল এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে আগত ঘূর্ণিঝড়ের কারণে আগামী ২-৪ ডিসেম্বর এই এলাকায় প্রবল বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তামিলনাড়ু ও কেরলের দক্ষিণের এলাকাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে৷