Home দেশ পাকিস্তান ক্রিকেট টিমের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি!

পাকিস্তান ক্রিকেট টিমের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি!

by banganews

পাকিস্তান ক্রিকেট টিমের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। উইকিপিডিয়াতে এমন এক তথ্য দেখাচ্ছে যা দেখে চোখ কপালে উঠেছে অনেকেরই৷ শুধু তাই নয়, দীর্ঘক্ষণ এই তথ্যই দেখাচ্ছে পেজটি৷

গুগল সার্চে পাকিস্তান ক্রিকেট টিম টাইপ করলে অনেক খবরের নিচে উইকিপিডিয়ার পেজ দেখাচ্ছে। সেখানেই দলের অধিনায়কের জায়াগায় নাম রয়েছে ধোনির। কিন্তু পাক দলের উইকি পেজটি খুলতেই দেখা যাচ্ছে, বাবর আজমের নামই ক্যাপ্টেন হিসেবে রয়েছে ।

 

পোস্ট অফিসে মিনিমাম ব্যালেন্সের অঙ্ক বাড়ল, মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ

গন্ডগোলটা কোথায় হয়েছে তা বোঝা যাচ্ছে না৷ অনেকে বলছেন, পাক দলে ধোনির মতো প্লেয়ার না থাকায় হয়তো তাদের কটাক্ষ করা হচ্ছে। যদিও এ বিষয়ে ধোনির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মাহি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন৷ সম্প্রতি দুবাইয়ে স্ত্রী সাক্ষীর জন্মদিন সেলিব্রেট করেছেন।

তবে এই প্রথম নয়। এর আগেও জীবিত ব্যক্তিকে ‘মৃত’ বলা কিংবা কোনও প্রতিষ্ঠানের শুরুর সাল তারিখ বদলে দেওয়ার মত ঘটনা ঘটিয়েছে উইকিপিডিয়া।পরিচয় বদলে গিয়েছিল ডোনাল্ড ট্রাম্পেরও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছিল মোস্ট ওয়াটেন্ড এর তালিকায়৷

You may also like

Leave a Reply!