মুম্বই, ২২ অগাস্ট, ২০২০: সুশান্ত রহস্যের উত্তরে সিবিআই-এর প্রশ্নে মুখ খুললেন কুপার হসপিটালের চিকিৎসক। মুম্বই পুলিশের নির্দেশ নিয়ে মুখ খুললেন তিনি। জানালেন, মুম্বই পুলিশের কথাতেই মধ্যরাতে সুশান্তের মৃতদেহের ময়নাতদন্ত করতে হয়।
সুশান্তের কোভিড ১৯ রিপোর্ট আসার আগেই তাঁর ময়নাতদন্ত করে ফেলে কুপার হসপিটালের পাঁচ চিকিৎসকের একটি দল। এত তড়িঘড়ি ময়নাতদন্তের কারণ কী?
আরও পড়ুন সুশান্তের বাড়িতে সিবিআই, সঙ্গে বন্ধু সিদ্ধার্থ আর রাঁধুনি নীরজ
সূত্রের খবর, সিবিআই আধিকারিকদের এই প্রশ্নের উত্তরে মুখ খোলেন পাঁচ চিকিৎসকের দলের একজন। তিনি জানান, মুম্বই পুলিশের এমনই নির্দেশ ছিল যে, মধ্যরাতের মধ্যেই সেরে ফেলতে হবে ময়নাতদন্ত। কোভিড রিপোর্টের জন্য অপেক্ষা করা যাবে না।
কুপার হসপিটালের চিকিৎসকরা সেই নির্দেশমতো কাজ করেছেন। অবশ্য কোভিড রিপোর্টের সঙ্গে পোস্টমর্টেমের কোনও সম্পর্ক নেই বলে জানান ওই চিকিৎসক।
আরও পড়ুন সুশান্তের ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ ধরেই তদন্তে গোয়েন্দাকর্তারা
সূত্রের খবর, এখনও অবধি সিবিআই-এর প্রশ্নের বিশেষ সন্তোষজনক উত্তর দিতে পারেনি কুপার হসপিটাল।