Home দেশ বিরুষ্কার ঘরে কে আসছে? জ্যোতিষীরা যা বললেন…

বিরুষ্কার ঘরে কে আসছে? জ্যোতিষীরা যা বললেন…

by banganews

মুম্বই, ৬ সেপ্টেম্বর, ২০২০: ছেলে, নাকি মেয়ে? ভারতের সর্বাধিক চর্চিত জুটির ঠিক কী হবে? জানিয়ে দিল দেশের অন্যতম সেরা জ্যোতিষী মহল।
বিরুষ্কা। এই নামেই ভালোবেসে ডাকেন অনুরাগীরা। ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি আর অভিনেত্রী তথা প্রযোজক অনুষ্কা শর্মার প্রথম সন্তান আসছে। অনুরাগীদের উৎসাহ আকাশছোঁয়া।

আরও পড়ুন করোনা পজিটিভ অর্জুন কাপুর

তিনবছরের বিবাহিত জীবনেও বিরুষ্কার প্রেমপর্ব এখনও জমজমাট। এর মধ্যেই এল সবচেয়ে কাঙ্খিত খবর। তাঁদের ঘরে তৃতীয় সদস্য আসতে চলেছে খুব শীঘ্র। আগামী জানুয়ারিতেই সেই শুভদিন।
কিন্তু কে আসছে? ছেলে, না মেয়ে? না না। কোনও ল্যাব টেস্টিং হয়নি। বরং দেশের সেরা গণৎকাররা জানিয়েছেন তাঁদের গণনা। দেশের জ্যোতিষ মহল বলছে, বিরাট আর অনুষ্কার ঘরে আসবে ফুটফুটে এক মেয়ে। অর্থাৎ জুনিয়র অনুষ্কা।
জানা যাচ্ছে, চারমাস আগেই নাকি এই জ্যোতিষী মহলের ভবিষ্যদ্বাণী ছিল, দেশের ক্রিকেটরাজার ঘরে মেয়ে আসবে। তখনও অবশ্য সন্তানের ঘোষণা করেনইনি এই জুটি।
এখন এই ঘোষণা সামনে আসার পরে জ্যোতিষাচার্যদের ভবিষ্যদ্বাণী মেলিয়ে নিতে উদগ্রীব হয়ে রয়েছেন বিরুষ্কা-প্রেমীরা।

You may also like

1 comment

Leave a Reply!