বঙ্গ নিউস, ৯ ডিসেম্বর, ২০২০ঃ মঙ্গলবারের পর বুধবার আরও ঘন কুয়াশায় ঢেকে গেছে শহর৷ চারিদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া। কুয়াশা কেটে গেলেই বাংলায় আরও জাঁকিয়ে ঠাণ্ডা পড়বে। আগামী ১৫ ই ডিসেম্বরের পর ধীরে ধীরে হাড়কাপানো ঠাণ্ডার আমেজ টের পাওয়া যাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর৷
আরও পড়ুন দেশে মোট অ্যাক্টিভ কেসের অর্ধেকের বেশি পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের, জানাল কেন্দ্রীয় সরকার
আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সকালে মূলত আবছা রোদ থাকবে এবং রাতের দিকে কুয়াশা পড়তে পারে৷
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই৷ তবে উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর৷ বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগণা এইসব জায়গায় কুয়াশা স্থায়িত্ব অনান্য জায়গার থেকে বেশি হবে।